ঢাকা১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম ৭৮ লাখ টাকা

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৩, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

সময়টা দারুণ যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দলের। টানা চারটি মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ২০২৪ কোপা আমেরিকার ফাইনালের টিকিটের দামও তাই আকাশচুম্বী।

আর্জেন্টিনা, কলম্বিয়া—ছন্দে থাকা দুই দলই অপরাজিত থেকে উঠেছে এবারের কোপা আমেরিকার ফাইনালে।মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এই ম্যাচের টিকিটের দাম নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, টিকিট আইকিউ অনুসারে কোপার ফাইনালের টিকিটের গড় দাম ৪০২৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৭৩ হাজার টাকা। আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম গড় মূল্যের প্রায় ১৭ গুণ। সর্বোচ্চ ৬৬৭৬৫ ডলারে বিক্রি হচ্ছে ফাইনালের টিকিট। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে সেটা ৭৮ লাখ ৪৫ হাজার টাকা।

টিকিট আইকিউর পাশাপাশি সিটগিক, টিকপিক—এসব প্ল্যাটফরমেও বিক্রি হচ্ছে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের টিকিট। সর্বনিম্ন ২১২৭ ডলারে টিকিট বিক্রি হচ্ছে বলে জানা গেছে (বাংলাদেশি ২ লাখ ৫০ হাজার টাকা), ফাইনালের আগের ম্যাচগুলোর চেয়েও যা ১০ গুণ বেশি। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুসারে, অন্যান্য ম্যাচে টিকিটের গড় দাম ছিল ২০০ ডলার (সাড়ে ২৩ হাজার টাকা)। তখনও বেশ কিছু ম্যাচে স্টেডিয়ামগুলোর গ্যালারি ফাঁকা দেখা গেছে।

২০২১ কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলেও মেসি পান প্রথম কোনো শিরোপাজয়ের স্বাদ। একই ধারাবাহিকতায় ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ জেতে আকাশি-নীল জার্সিধারীরা। কলম্বিয়াকে পরশু হারালে কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। মেসিদের ফাইনালের প্রতিপক্ষ কলম্বিয়া টানা ২৮ ম্যাচ জিতে উঠেছে শিরোপা নির্ধারণীর মঞ্চে। এবারের কোপা আমেরিকায় পাঁচ ম্যাচ খেলে তারা করেছে ১২ গোল, যার ৭টিতেই অবদান রেখেছেন হামেস রদ্রিগেজ। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ অ্যাসিস্ট রয়েছে কলম্বিয়ার এই মিডফিল্ডারের। গোল করেছেন ১টি।