ঢাকা৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৩০, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের (বাকুশি) ২২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৯.৮৯ শতাংশ। শনিবার (৩০ মার্চ) রাজধানীর মাতুয়াইলে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ঢাকা অফিসে ফলাফল প্রকাশ করা হয়।

এ সময় বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজীর হাতে ফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (শাবান সেশন) মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী।

এ বছর কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ২৮৬টি কেন্দ্রে ৭৫২টি মাদরাসার ২০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজী বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আমরা পরীক্ষার ফল প্রকাশ করতে পেরেছি, এ জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এবার আমাদের বোর্ডের ৮৯.৮৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। পরীক্ষার ফলের পাশাপাশি তাদের আমল-আখলাকের উন্নতি হোক। মা-বাবা, ওস্তাদের দোয়ায় তারা এগিয়ে যাক আমরা সে কামনাই করি।

মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী বলেন, বোর্ডের প্রশিক্ষক, পরিদর্শকসহ বোর্ডের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা। জোন জিম্মাদার, নেগরান, মুমতাহিনদেরও ধন্যবাদ। ২২তম কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহ তায়ালা সবাইকে উত্তম প্রতিদান দান করুন। এছাড়াও কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী মাদরাসা সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান।

রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (bqeb.org/software/result)।