ঢাকা২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

‘খায়রুন লো’ গানের গীতিকার ওয়াদুদ আর নেই

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৩, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

খায়রুন লো তোর লম্বা মাথার কেশ/ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ…’ গানটির গীতিকার ওয়াদুদ রঙ্গিলা আর নেই। গতকাল ১২ মার্চ মারা গেছেন তিনি। মৃত্যুকালে এ গীতিকারের বয়স হয়েছিল ৫৩ বছর।

ওয়াদুদ রঙ্গিলার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানান তার ভায়েরা জামিল হোসেন সরকার। তিনি বলেন, ‘গীতিকার চার দিন আগে স্ট্রোক করেছিলেন। আজ সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

ওয়াদুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসেও ভুগছিলেন। স্ট্রোকের পর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গান লেখার পাশাপাশি অভিনয়, ও লেখালেখি করতেন ওয়াদুদ। খায়রুন সুন্দরী সিনেমায় রফিক চরিত্রে ছিলেন তিনি। এছাড়া চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে দেখা গেছে তাকে। মঞ্চ নাটকেও অভিনয় করতেন তিনি।